LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ শুক্রবার| ০৩ মে ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

ওয়াসার ‘শব্দ সন্ত্রাসে’ রাতের ঘুম হারাম



পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ বা ওয়াসা বাংলাদেশের বড় শহরগুলোর পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশনের কাজে নিয়োজিত একটি সরকারি প্রতিষ্ঠান। সেবামূলক ও বাণিজ্যিক এ প্রতিষ্ঠানটি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। রাজধানীবাসীর জন্য সুপেয় পানির জোগানদাতা ঢাকা ওয়াসার বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই। পানি সঙ্কট ও পানিতে মাত্রাতিরিক্ত দুর্গন্ধ ও ময়লা এসব পুরোনো অভিযোগ।

সম্প্রতি পানি ও পয়ঃনিষ্কাশনের দায়িত্বে থাকা ঢাকা ওয়াসার কর্মকাণ্ডে বিপত্তিতে পড়েছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার টিক্কাপাড়ার বাসিন্দারা। ওয়াসার কাজের টেন্ডারপ্রাপ্তরা মধ্যরাতে বিকট শব্দ করে কাজ করায় ওই এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েছেন। ওয়াসার এ ‘শব্দ সন্ত্রাসে’ উদ্বিগ্ন ওই এলাকার হৃদরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্তরা। বিশেষজ্ঞরা বলছেন, এমন কাজে শ্রবণ শক্তি হারানো ছাড়াও মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বিষয়টিকে তেমন উদ্বিগ্ন হওয়ার মতো কিছু মনে না করলেও ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ।

বুধবার রাত ৩টা। টিক্কাপাড়া পানির পাম্প এলাকায় হুট করেই শুরু হয় বিকট আওয়াজ। হাড় কাঁপানো এ শীতের রাতে তীব্র শব্দে ঘুম ভেঙে যায় সেখানকার শতাধিক বাসিন্দার। গভীর রাত হওয়ায় তারা তখন বুঝতেই পারছিলেন না কীসের এত শব্দ? এ অবস্থায় সেখানকার মেহেদী হাসান নামের এক বাসিন্দা মোহাম্মদপুর থানায় ফোন করেন। তখন থানা থেকে ওই এলাকায় টহলকারী দলের প্রধান সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদকে বিষয়টি সুরহার নির্দেশনা দেয়া হয়। আবুল কালাম পানির পাম্প এলাকায় এসে দেখতে পান এমন কাণ্ড ঘটাচ্ছে ওয়াসা কর্তৃপক্ষ। রাতে পৌনে ৫টায় ওই শব্দ বন্ধ করে আবুল কালাম তাকে জানান, ওয়াসা এমন বিকট আওয়াজ করে কাজ করছিল। সঙ্গে সঙ্গে তাদের এ কাজ বন্ধ রাখার নির্দেশনা দেয় পুলিশ।

সেখানকার হৃদরোগ আক্রান্ত এক বাসিন্দা বলেন, রাত তিনটার দিকে হুট করেই বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। প্রথম প্রচণ্ড ভয় পেয়েছিলাম। পরে জানতে পারলাম, ওয়াসার লোকজন এমন শব্দ করে কাজ করছে।এলাকার লোকজন যে পরিমাণ ভয় পেয়েছিলেন তার থেকেও ভয়ঙ্কর ঘটনা এমন কাণ্ডে ঘটতে পারে বলে মত পরিবেশ বিজ্ঞানীদের। বিষয়টি নিয়ে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার সময় নিউজকে বলেন, রাতের বেলার শব্দে শ্রবণ শক্তি নষ্টের পাশাপাশি মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে শিশু, বয়স্ক ও হৃদরোগীরা।

হঠাৎ করে বিকট শব্দ হলে হৃদরোগীদের হার্ট অ্যাটাকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তিনি আরও বলেন, হুট করে বিকট শব্দে গর্ভবতীদের সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। কারণ এতে নবজাতকের ব্রেন ড্যামারেজ পর্যন্ত হতে পারে। এছাড়া উচ্চ রক্তচাপ ও হজমের সমস্যাও হতে পারে এমন ঘটনায়। বিষয়টি নিয়ে জানতে চাইলে টিক্কাপাড়া পানির পাম্পের অপারেটর আব্দুস সালামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। এটা ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বাইরে আছি। আজ অফিসে ফিরছি না। বিষয়টি নিয়ে পরে কথা বলা যাবে। এরপর যোগাযোগ করা হয় ওই অঞ্চলের ওয়াসার সহকারী প্রকৌশলী নাজমুল হাসানের সঙ্গে। তিনি বলেন, এ কাজ টেন্ডারে দেয়া হয়েছে। তবে টেন্ডারে রাতে এভাবে কাজ না করার জন্য নির্দেশনা দেয়া রয়েছে। আমরা টেন্ডারপ্রাপ্তদের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।


1